1. jhramjan88385@gmail.com : bbarta :
  2. muhammadalomgir350@gmail.com : Muhammad Aaomgir : Muhammad Aaomgir
  3. abrahim111099@gmail.com : Bikal Barta :
চট্টগ্রামে এইচএসসিতে পাসের হার ৭৪ দশমিক ৪৫ শতাংশ - Bikal barta
৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| দুপুর ১:০২|
সংবাদ শিরোনামঃ
গেন্ডারিয়া থানা ৪৬ নং যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে আজ।  সিলেট সীমান্তে কোটি টাকার চোরাইপণ্য আটক  সিলেটের আল-হামরায় স্বর্ণ চুরি : কুমিল্লা থেকে স্বর্ণালংকার উদ্ধার, আটক ৩ নিয়ামতপুরে ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ  ডুমুরিয়ায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ঢাকা থেকে নিখোঁজ হওয়া কিশোরী সুবা নওগাঁয় উদ্ধার, র‍্যাব হেফাজতে  পাইকগাছার গদাইপুরের গর্ভস্থ পানি পাইপ লাইনের মাধ্যমে পৌরসভায় সরবরাহের বিরোধ নিয়ে আলোচনা। ঝিনাইদহে যৌথবাহিনী অভিযানে গ্রেনেড উদ্ধার  ঝাউদিয়া থানা বাস্তবায়নের দাবিতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ নেত্রকোনা কলমাকান্দা সীমান্ত এলাকা থেকে নিষিদ্ধ ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

চট্টগ্রামে এইচএসসিতে পাসের হার ৭৪ দশমিক ৪৫ শতাংশ

রিপোর্টারের নাম
  • প্রকাশিত সময় রবিবার, নভেম্বর ২৬, ২০২৩,
  • 233 জন দেখেছেন

 

মাসুদ পারভেজ:

চট্টগ্রামে এইচএসসিতে পাসের হার ৭৪ দশমিক ৪৫ শতাংশ,
চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৪ দশমিক ৪৫ শতাংশ। যা গতবছরের তুলনায় কম। গত ২০২২ সালে পাসের হার ছিল ৮০ দশমিক ৫০ শতাংশ। অন্যদিকে গত বছরের চেয়ে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে।

এবারে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৩৩৯ জন পরীক্ষার্থী। গতবার জিপিএ-৫ পেয়েছিল ১২ হাজার ৬৭০ জন। তবে ছেলেদের চেয়ে মেয়েদের ফলাফল আনুপাতিকহারে ভালো হয়েছে। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে চট্টগ্রামসহ আশপাশের মোট ৫ জেলার ১ লাখ ১ হাজার ৯৪৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

রোববার ২৬ নভেম্বর বেলা ১২টায় চট্টগ্রাম শিক্ষাবোর্ড এ ফলাফল ঘোষণা করে। শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে ফলাফলের তথ্য উপস্থাপন করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ, কলেজ পরিদর্শক অধ্যাপক জাহেদুল হক, বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলি।

ঘোষিত তথ্য অনুযায়ী, ২০২৩ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ২৭৯টি কলেজের ১ লাখ ৩ হাজার ২৪৮ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। পাস করেছে ৭৫ হাজার ৯০৩ জন। পরীক্ষায় উপস্থিতির সংখ্যা ১ লাখ ১ হাজার ৯৪৯ জন। পাসের হার ৭৪ দশমিক ৪৫ শতাংশ। এরমধ্যে ১২টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে।

একইভাবে একেবারে কোনো শিক্ষার্থী পাস করেনি এমন কলেজের সংখ্যা রয়েছে তিনটি। ঘোষিত ফলাফলে ছাত্রদের পাসের হার ৭১ দশমিক ২৪ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ৮৮৫ জন ছাত্র। ছাত্রীদের পাসের হার ৭৭ দশমিক ২৩ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ৪৫৪ জন ছাত্রী। ফলাফলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সবচেয়ে ভালো করেছে। এতে বিজ্ঞান বিভাগে ৮৮ দশমিক ৪৫ শতাংশ, মানবিকে পাস করেছে ৬৫ দশমিক ২২ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৮ দশমিক ৫৬ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।

একইভাবে পাঁচ জেলার মধ্যে চট্টগ্রাম জেলার শিক্ষার্থীরা ভালো করেছে। চট্টগ্রাম মহানগরীসহ চট্টগ্রামে পাসের হার ৭৭ দশমিক ২৭ শতাংশ, কক্সবাজার জেলার ৭০ দশমিক ৩৮ শতাংশ, রাঙ্গামাটি পার্বত্য জেলা ৬৪ দশমিক ৬২ শতাংশ, খাগড়াছড়ি পার্বত্য জেলা ৬২ দশমিক ২৭ শতাংশ এবং বান্দরবান পার্বত্য জেলার ৬৬ দশমিক ৮১ শতাংশ পাস করেছে।

আপনার সামাজিক মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 bikal barta
error: Content is protected !!