মোঃ বেলাল হোসেন স্টাফ রিপোর্টার চট্টগ্রাম।
চট্টগ্রাম নগরীতে বহুতল ভবনগুলোতে অবস্থিত রেস্টুরেন্টগুলোর অগ্নিঝুঁকি মোকাবেলার প্রয়োজনীয় ব্যবস্থা ও সিডিএর বাণিজ্যিক অনুমোদন নিয়ে সার্ভে করতে গিয়ে বেশ বেগ পেতে হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে।
মঙ্গলবার (৫ মার্চ) চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড অফিসার-২ তানজিব হোসেন বলেন, চট্টগ্রামশহরের অনেকগুলো রেস্টুরেন্টের নেই অনুমোদন, বেশিরভাগ রেস্টুরেন্টগুলোতে যত্রতত্র রাখা হয়েছে গ্যাসের সিলিন্ডার।
অধিকাংশ ভবন মালিক সাথে সাথে দেখাতে পারছেন না সিডিএ প্ল্যান। তারপরও আমরা দুই একদিন সময় দিচ্ছি।
অনেক বিল্ডিং আগের নির্মিত। আমাদের অথরাইডজের দুইভাগে ভাগ হয়ে মাঠে কাজ করছে। এক সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে পারবো।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নগর পরিকল্পনাবিদ (ভারপ্রাপ্ত) কাজী হাসান বিন শামস বলেন, আমাদের সার্ভে কাযক্রম চলছে, মূলত যেসব ভবনে রেস্টুরেন্ট রয়েছে সেগুলোতে যথাযথ অগ্নিনির্বাপক ইকুইপমেন্ট, বিকল্প সিঁড়িসহ অগ্নিঝুঁকি মোকাবেলার ব্যবস্থা আছে কিনা তা দেখা হচ্ছে।
সার্ভে রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে অভিযান চালিয়ে প্ল্যান বাতিল এবং উচ্ছেদসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে অভিযান পরিচালনা করা হবে।
মূলতঃ বহুতল ভবনগুলোর অগ্নিঝুঁকি মোকাবেলার প্রয়োজনীয় ব্যবস্থা, ফায়ার সার্ভিসের অনুমোদন, সিডিএ থেকে বাণিজ্যিক ভবনের অনুমোদন, অন্যান্য সংস্থা অনুমোদনের কাগজপত্র আছে কিনা এসব বিষয় জানতে দুটি অথরাইজড জোনের নেতৃত্বে সার্ভে কার্যক্রম পরিচালনা করছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ)।
গত রবিবার থেকে এই কার্যক্রমে চলাচ্ছে সিডিএ।