স্টাফ রিপোর্টার : মোঃ সৈয়দ মিয়া : জাতীয় দৈনিক। বিকাল বার্তা ১ ফেব্রুয়ারি
চট্টগ্রামে প্রেসক্লাবে দেশের বহুল প্রচলিত জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার সু-দীর্ঘ পথচলার ২৫বছর পূর্তি উপলক্ষে
সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) ১ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকালে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,ব্যুরো চীফ কে ফুলেল শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময় সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বলেছেন,
সুখী-সমৃদ্ধ ও শান্তিপূর্ণ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে স্পর্ধিত তারুণ্যের স্বপ্ন বাস্তবায়নে সব সীমাবদ্ধতা জয় করার প্রত্যয় ব্যক্ত করে যুগান্তরের ২৫ তম বর্ষে পদার্পণ উদযাপিত হয়েছে। চট্টগ্রাম প্রেসক্লাবে ‘দৈনিক যুগান্তর’ পত্রিকার ২৪ বছর পেরিয়ে ২৫ বছরে পদার্পণ উপলক্ষ্যে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় তিনি পত্রিকাটির সাথে যুক্ত সকল সাংবাদিক ও কুশলীদের অভিনন্দন জানান। তিনি আরো বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক যুগান