বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার ৭ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২৬শে মে ) ছাত্র অধিকার পরিষদের দক্ষিণ জেলার সভাপতি রিদুয়ান সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক প্রান্ত বড়ুয়া এর যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের লোহাগাড়া উপজেলা শাখার নতুন কমিটিতে দক্ষিণ জেলার দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) আদনান মোহাম্মদ আবু তালহা ও উপজেলার অর্থ সম্পাদক এম.আনোয়ারুল আলম (সাঈদ)কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়া কমিটিতে অন্যরা হলেন, সহ-সভাপতি মেহরাজ হাসান রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস ফারাবি ইমন, দপ্তর সম্পাদক মোঃ আব্দুর রশিদ, অর্থ সম্পাদক মোঃ মামুনুর রশিদ।
আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া আগামী এক মাসের মধ্যে কমিটিকে পূর্ণাঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে।