স্টাফ রিপোর্টার বাবুল চৌধুরী জাতীয় দৈনিক বিকাল বার্তা। চট্টগ্রামের লোহাগাড়ায় পল্লী বিদ্যুৎ গ্রাহকদের বিদ্যুৎ সেবা শতভাগ নিশ্চিত করার জন্য পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর লোহাগাড়া উপকেন্দ্রের ক্ষমতা পুরনো কাঠের হাম্বা সরিয়ে স্টিলের হাম্বা বসিয়ে সংস্কার করা হয়। লোহাগাড়া চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের রক্ষনাবেক্ষণের কাজ চলাকালীন সময়ে উপকেন্দ্র পরিদর্শন করতে আসেন লোহাগাড়া উপজেলার নির্বাহী অফিসার মুুহাম্মদ ইনামুল হাছান এবং চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মোস্তাফা কামাল। ওই সময় সাথে ছিলেন লোহাগাড়া থানারওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি এর লোহাগাড়া জোনাল অফিসের ডি জিএম, মোহাম্মদ শাহজাহান, উপজেলা, পি আইও মাহবুব আলম শাওন ভুঁইয়া, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি এর লোহাগাড়া জোনাল অফিসের এজিএম আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার ইকবাল বাহার চৌধুরী ও ইঞ্জিনিয়ার লিটন চন্দ্র রায়। গত সোমবার (২৯ জানুয়ার) সকালে থেকে এ রক্ষণাবেক্ষণ কাজের জন্য কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকতে মাইকিং করেছিল চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন লোহাগাড়া জোনাল অফিস।