স্টাফ রিপোর্টার বাবুল চৌধুরী বাবুল
জাতীয় দৈনিক বিকাল বার্তা :
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সোয়াইব (২৩) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোয়াইব আধুনগর ইউনিয়নের বেপারি পাড়ার নাজিম উদ্দীনের ছেলে এবং চট্টগ্রাম মহসিন কলেজের শিক্ষার্থী। পাশাপাশি তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথেও সম্পৃক্ত ছিলেন।
দুর্ঘটনার সময় সোয়াইব তারেক নামে এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ফিলিং স্টেশন থেকে তেল ভরে ফেরার পথে একটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুজন ছিটকে পড়ে যান। এ সময় কক্সবাজারমুখী একটি মালবাহী ট্রাক সোয়াইবকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তারেককে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে লোহাগাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান এবং দোহাজারী হাইওয়ে থানার ওসি শিব রঞ্জন চাকমার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
এই দুর্ঘটনায় সোয়াইবের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহত তারেকের দ্রুত সুস্থতা কামনা করা হচ্ছে।