স্টাফ রিপোর্টার বাবুল চৌধুরী।
সহকারী পুলিশ কমিশনার (বায়েজিদ বোস্তামী জোন) এর সার্বিক দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ খুলশী থানার নেতৃত্বে একটি আভিযানিক টিম ২৯/০১/২০২৪ খ্রি. নগরীর পাহাড়তলী থানাধীন গ্রীন ভিউ আ/এ অভিযান পরিচালনা করে দায়রা নং: ২৯৫৮/২১, সিএমপির বাকলিয়া থানার মামলা নং: ২১(০৩)২১, জিআর ১৪৭/২১, ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৩৬(১) এর ১০(খ) সংক্রান্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল জব্বারকে আটক করেন।
বর্ণিত মামলায় বিজ্ঞ অতিরিক্ত মহানগর দায়রা জজ ৪র্থ আদালত, চট্টগ্রাম ধৃত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমানা অনাদায়ে আরো ০১ বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।