নুরুল কবির বিশেষ প্রতিনিধি।
দেওয়ানহাটে রেলপথ অবরোধ করেছে কোটাবিরোধী আন্দোলনকারীরা-ছবি :সৈয়দ মোঃ কায়সার আশ্রাফী,,
সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটা পদ্ধতি সংস্কার করার এক দফা দাবিতে রেলপথ অবরোধ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও চবি অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা।
সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটা পদ্ধতি সংস্কার করার দাবিতে চবি শিক্ষার্থীর অবরোধে মহানগর এক্সপ্রেসের যাত্রা বাতিল হয়েছে।
আজ বুধবার (১০ জুলাই) এক দফা দাবিতে রেলপথ অবরোধ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও চবি অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা।
মহানগর এক্সপ্রেসটি সাড়ে ১২ টার দিকে চট্টগ্রাম রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা কিন্তু দেওয়ানহাট এলাকায় শিক্ষার্থীদের রেলপথ অবরোধের কারণে ট্রেনটি যাত্রা বাতিল হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে থানা ওসি শহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের অবরোধে কারণে রেল চলাচল বন্ধ রয়েছে। মহানগর এক্সপ্রেস সাড়ে ১২ টা দিকে চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা কিন্তু অবরোধে কারণে ট্রেনটি যাত্রা সূচি বাতিল হয়। পরবর্তী সময় এখনো নির্ধারণ করা হয়নি।