সেলিনা সাথী:
এই জীবনে আর কোনদিন নাইবা হলো দেখা, তোমায় নিয়ে গল্প -ছড়া নাই বা হলো লেখা। সীমানাটা পেরিয়ে গেছো একলা আমায় রেখে, লাল রঙের শেরওয়ানিতে স্মৃতিগুলো ঢেকে। তুমি ছাড়া একলা থাকা শিখে গেছি বেশ, ভেবেছিলে জীবনটা তো করে গেছো শেষ। রংবেরঙের পোশাক গুলো করলে আমার চুরি, আমার গড়া রাজপ্রাসাদে ওরাও রঙিন ঘুড়ি। এত অন্যায় এত অবিচার করেছ আমার সাথে, বিচার হবে এই দুনিয়ায় কোন না কোন খাতে। দীর্ঘশ্বাসে মিশে আছে আমার জিনিসপত্র, আমার থেকে কেড়ে নিয়ে যা করেছ ছত্র।