বিশেষ প্রতিনিধি : মোহাম্মদ নূর
বুধবার বিকাল ৪ টায় কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় সুনামগঞ্জ জামেয়া আবু হুরায়রা(রাঃ) মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করে জেলা ছাত্রলীগ।
তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও SDG অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের ১০ দিনে ৫ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার লক্ষ্যে জেলা বাংলাদেশ ছাত্রলীগ সুনামগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি লিখন আহমেদ এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি লিখন আহমেদ জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষনা অনুযায়ী তীব্র তাপ প্রবাহ থেকে মুক্তির লক্ষ্য আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন করা শুরু করেছি। ইনশাআল্লাহ কর্মসূচী অব্যাহত থাকবে।
বৃক্ষরোপন অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাউসার আহমেদ,আবু সাঈদ আপন,শেখ অলি, সাংগঠনিক সম্পাদক অনিক দাস, উপ-দপ্তর সম্পাদক সাদেক আহমদ,গন যোগাযোগ বিষয়ক সম্পাদক সাঈফুল ইসলাম,
জামেয়া আবু হুরায়রা মাদ্রাসা মুহতামিম, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক আতাহার ফিদা লাবিব, জেলা ছাত্রলীগ নেতা ইউসুফ আহমেদ,পলাশ রঞ্জন দাস,আহমেদ ইমতিয়াজ ফাহিম,নাসিম আহমদ,মুনতাছির হাসান,আকেপ রহমান,আদনান আহমেদ প্রমুখ।