মো: হানিফ খন্দকার নরসিংদী:
নরসিংদী ভরতেরকান্দী পুটিয়া, শিবপুরে মরহুম কফিল উদ্দিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কিন্ডারগার্ডেন স্কুল মাঠে। ছাত্র ছাত্রীদের মাঝে চিত্রাঙ্গন, কবিতা গজল ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। আজ ২৫ শে জানুয়ারি রোজ শনিবার সকাল ১০ ঘটিকায় মরহুম কফিল উদ্দিন এর ৩৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্কুলের ছাত্র ছাত্রীদের চিত্রাঙ্গন, কবিতা আবৃত্তি, গজল,পুরস্কার, এবং তবারক বিতরণ ও দোয়া মাহফিলে আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জাতীয়তাবাদী যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মোবারক হোসেন নাদিম। অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক আ: ছাত্তার মিয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন বিশ্ব মানচিত্র ও জে জে টিভি জেলা প্রতিনিধি মোঃ ফখরুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এবং অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে এ আনন্দ পরিবেশে অনুষ্ঠানটি পরিচালনা করেন, উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হানিফ খন্দকার। এছাড়াও সহকারী শিক্ষিকা নাদিরা আক্তার ও খায়রুন নাহার চিত্রাঙ্গন প্রতিযোগিতার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের সহযোগিতা করেন।কবিতা আবৃত্তি গজলের ছাত্র-ছাত্রীদের সহযোগীতা করেন মোসা: সালমা আক্তার। এছাড়াও স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা অভিভাবকগন অনুষ্টানে সার্বিক সহযোগিতা করেন বলে জানা যায়। অনুষ্ঠানে নরসিংদী জেলা জাতীয়তাবাদী যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ মোবারক হোসেন নাদিম বলেন, স্কুলটি ২০১৪ সাল হতে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে স্কুলের সুনাম ধরে রেখেছেন এবং আপনারা এলাকাবাসী স্কুলটির সুনাম ধরে রাখার জন্য এফন জানুয়ারী মাস আপনাদের ছেলে-মেয়েদেরকে স্কুলে ভর্তি করান। এখানে ভাল মানের লেখাপড়া হয়। সকলের সহযোগিতায় একদিন এই স্কুলটি অনেক বড় হবে এবং ভাল সুনাম অর্জন করব বলে আমি আশা করি।