কলমে:- মোছা: ফাহমিদা মুনতাহা মিমতা।
আমি জেরিন। ষষ্ট শ্রেনিতে পড়ি।বার্ষিক পরীক্ষা শেষে বাবা মায়ের সাথে আমিও গিয়েছিলাম গ্রামের বাড়িতে। আমার দাদু বাড়ি কবরস্থানের একটু সামনে। জায়গাটা বেশ শুনশান।সেদিন ছিলো অমাবস্যার রাত।রাতে হটাৎ আমার পিপাসা লাগে। রুমে পানি ছিলো না। তাই আমি পানি আনার জন্য বাইরে বের হই। তখন রাত ১০ টা বেজে ১৫ মিনিট।আমাদের টিউবওয়েলটা রুম থেকে একটু দুরে।আমি কিছুটা পানি নিতে নিতেই শুনতে পাই কান্নার আওয়াজ।আমি আওয়াজটাকে অনুসরন করতে করতে চলে আসি আমার বাগনে।সেখানে আমি দেখতে পাই একটি মহিলা সাদা শাড়ি পড়ে হাটতেছে।অন্ধকার সে যেনো এক উজ্জ্বল তারার মতো জল জল করতেছে।তারপর আমি শুনতে পাই কে যেনো আমার মাথার উপরে আম গাছ থেকে বলতেছে “তুই এবার মরবি,তোর রক্ত খাবো আমি। ” এই বলে সে একটি বিভর্ষ হাসি দেয়।আমি উপরে তাকাতেই দেখি সেই মহিলাটি হাসতেছে।তারপর আমি কখন অজ্ঞান হয়ে যাই তা আমি নিজেই জানি না। যখন আমার জ্ঞান ফিরলো তখন আমি ভয়ে আতকে উঠি।তারপর মা বাবা আমাকে নিয়ে সেদিনই চলে আসে দাদু বাড়ি থেকে।