আব্দুস শহীদ শাকির জকিগঞ্জ সিলেট থেকে: সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুজন আহমদকে গ্রেফতার করা হয়েছে।গত ৪ ফেব্রুয়ারি ২০২৫ ইং, মঙ্গলবার ভোর ৪টার দিকে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্নার সার্বিক তত্ত্বাবধানে ও নির্দেশনায় পুলিশের একটি টিম সুলতানপুর (গঙ্গাজল) এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। অভিযানে নেতৃত্ব দেন জকিগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) কাজী খোরশেদ আলম, এসআই (নিরস্ত্র) অপু সরকার এবং এএসআই (নিরস্ত্র) আব্দুল আজীম। তাদের সঙ্গে আরও ছিলেন কনস্টেবল সুমন নাইডু (৯১৬) ও কনস্টেবল শ্রীকুমার গোয়ালা (৬০৪)। গ্রেফতারকৃত সুজন আহমদ সুলতানপুর (গঙ্গাজল) এলাকার বাসিন্দা। তার পিতা মৃত সুলেমান আহমদ এবং মাতা জাহানারা বেগম। দীর্ঘদিন ধরে পলাতক থাকা সুজন আহমদকে নিজ বসতবাড়ি থেকে আটক করে পুলিশ। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। জকিগঞ্জ থানা পুলিশের এই সফল অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।