আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ সিলেট প্রতিনিধি।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার
(জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেল)ইয়াহিয়া আল মামুনের সার্বিক তত্বাবধানে ও জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুকান্ত চৌধুরীর নির্দেশনায় পুলিশী তৎপরতায় সোমবার (১ জুলাই) মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার সোনালোহা এলাকা থেকে দুই অপহরণকারী সহ নিখোঁজ স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়।
সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার জিএমসি একাডেমী স্কুল এন্ড কলেজের এক ছাত্রী নিখোঁজের এক দিনের মাথায় উদ্ধার করেছে পুলিশ।
অপহরণকারী একজন হলো সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা জুনগাঁও এলাকার মৃত. হাসেম আলীর ছেলে ফরহাদ হোসেন (২১) ও আরেকজন মৌলভীবাজার জেলায় রাজনগর উপজেলার সোনালোহা এলাকার মৃত মোস্তাফা মিয়ার ছেলে জুয়েল আহমদ কে আটক করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন।
জানা যায়, গত ( ৩০ জুন) রবিবার জিএমসি একাডেমী স্কুল এন্ড কলেজে স্কুল ছুটি শেষ বাড়ি ফেরার পথে উপজেলার রতনগঞ্জ বাজারে থেকে নিখোঁজ হয়। বিকেলে বাড়িতে ফিরে না আসায় সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়ে পাওয়া না যাওয়ায় নিখোঁজ স্কুল ছাত্রীর পরিবার জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী করেন।
সেই সূত্র ধরে অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন পুলিশের পৃথক টিম ভিত্তিক তৎপরতায় মেয়েটিকে দ্রুত উদ্ধার করতে পুলিশ সক্ষম হয়।
এ বিষয়ে জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই শামসুল হক সুমন বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে ওই স্কুল ছাত্রীকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। অপহরণকারীদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। নিখোঁজের পরিবারের পক্ষ থেকে এখনো মামলা দায়ের করা হয়নি। আর কেউ জড়িত রয়েছে কিনা জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে।