আব্দুস শহীদ শাকির জকিগঞ্জ সিলেট থেকে। বাংলাদেশ জামায়াতে ইসলামী জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত। শনিবার (৩১ আগস্ট) উপজেলার গঙ্গাজল আলিফ সেন্টারে জামায়াতে ইসলামী সুলতানপুর ইউনিয়ন শাখার সভাপতি মাস্টার মহি উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান মোহাম্মদ সোহেলের পরিচালনায় সীরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির আলোচনা পেশ করেন—সিলেট উত্তর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও পাঠানটুলা জামেয়া ইসলামীয়ার উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার।প্রধান অতিথি তাঁর বক্তব্যে রাসূল (সা.) এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ছাত্রদের আত্মার মাগফিরাত কামনা করেন। সকলে জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূল (সা.) কে আদর্শ হিসেবে গ্রহণের পরামর্শ দেন।এ সময় প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন—জকিগঞ্জ উপজেলা জামাতে ইসলামীর নায়েবে আমীর ও রাজনগর দারুসসুন্নাহ ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন—ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় মাদ্রাসা বিষয়ক সম্পাদক ও সিলেট ইন্টারন্যশনাল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাসুক আহমদ, সিলেট পাঠানটুলা জামেয়া ইসলামীয়ার আরবি প্রভাষক জনাব মাওলানা কমর উদ্দিন, মুফতি মাওলানা দিলওয়ার হোসাইন। এ সময় উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে অংশ নেন বিশিষ্ট উলামায়ে কেরাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ছাত্রশিবিরের নেতাকর্মী ও শিক্ষক- শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।