আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ উপজেলা প্রতিনিধি।
শিতকাল আসলেই জকিগঞ্জের ঘরে ঘরে চুঙ্গা পিঠার উৎসব শুরু হয়।
বিভিন্ন সামাজিক সংগঠনও এ মজাদার চুঙ্গা পিঠার উৎসব পালন করে থাকে।
জকিগঞ্জে নতুন জামাইকে এ পিঠা খাওয়ানোর জন্য অনেক আনন্দ উদ্দীপনা নিয়ে শাশুড়ীরা ঐতিহ্যবাহী বিরুন চাল সংগ্রহ করে রাখে।
শিতকাল আসলেই এ মজাদার চুঙ্গা পিঠার উৎসব শুরু হয়।
যা আলাদা এক প্রকার বাশের মধ্যে ভিজানো বিরুন চাল ভরে মুখ বন্ধ করে আগুনে পুড়ে পিঠা তৈরি করতে হয়।
এ চুঙ্গা পিঠা পুড়া উৎসব শিতকালে আলাদা এক আমেজ তৈরি করে যা জকিগঞ্জের বহুকাল ধরেই চলমান।