হারুন অর রশিদ স্টাফ রিপোর্টার: জয়পুরহাটে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী র্যাবের হাতে গ্রেফতার জামালপুর এলাকার অভিযান চালিয়ে (২৬ফেব্রুয়ারি) রাতে ১,৫জি গাঁজাসহ মোঃ মিনহাজুল ইসলাম (২৬)মোঃ রফিকুল ইসলাম (৩৭ নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। জেলার জামালপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। র্যাব-৫ সিপিসি-৩, জয়পুরহাটের ক্যাম্পের আভিযানিক দলের নেতৃত্বে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করার পর গ্রেফতারকৃতদের পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।