কাউছার আলম বিশেষ প্রতিনিধি: জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্র কমিটির মহাসচিব আবির উদ্দিনের পিতা গুরুতর অসুস্থ হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবারের পক্ষ থেকে সকল শুভাকাঙ্ক্ষী, বন্ধু ও সহকর্মীদের কাছে দোয়া কামনা করা হয়েছে। মহাসচিব আবির উদ্দিন গণমাধ্যমে বলেন, “আমার পিতার অবস্থা গুরুতর। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। সকলের নিকট আমার পিতার জন্য দোয়া প্রার্থনা করছি।” সাংবাদিক ও ফাউন্ডেশনের সদস্যরা এই দুঃসময়ে মহাসচিবের পরিবারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। আল্লাহ তাআলা যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন এবং পরিবারের সকলকে ধৈর্য ধারণ করার শক্তি দেন, এই প্রার্থনা করেছেন সবাই।