সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পেজ ও অনলাইন প্রোটাল বানিয়ে বিভ্রান্ত কর পরিস্থিতি সৃষ্টি করছেন দৈনিক নব দিগন্ত নামের একটা ফেসবুক পেজ ও অনলাইন প্রোটাল।
দীর্ঘ ৩০ বছর আগের পত্রিকা নব দিগন্ত সরকারি অনুমোদন প্রাপ্ত এবং সম্পাদক সাইফুল ইসলাম এর পত্রিকা এর নামের সাথে মিল রেখে একটা কুচক্র মহল এ কাজ করে যাচ্ছেন।
কেউ বিভ্রান্ত না হয়ে জাতীয় সাপ্তাহিক নব দিগন্ত পত্রিকার সাথে যোগাযোগ করুন।
এবং যদি কোনো প্রকার আর্থিক লেনদেন করে থাকেন সেই পেজ ও প্রোটাল এর সাথে তা হলে জাতীয় নব দিগন্ত তার দায়ভার নিতে পারবেনা।
সম্পাদক সাইফুল ইসলাম এর নব দিগন্ত পত্রিকা সরকারি অনুমোদন প্রাপ্ত এবং অফিস ১০৭ মতিঝিল খান ম্যানশন লিফট এর ৮।
আর বর্তমানে ভুয়া দৈনিক নব দিগন্ত পত্রিকার কোনো রকম সরকারি অনুমোদন নেই এবং তাদের অফিস ঢাকার বাহিরে বগুড়া।
সরকারী ও জেলা প্রশাসকের আইন অনুযায়ী সাপ্তাহিক মাসিক পত্রিকার নামের সাথে কোন মিল থাকে তাহলে নামের ছাড়পত্র দিবেন না সরকার, বিএফ পি। একমাত্র নামের ছারপত্র দেয় তথ্য অধিদপ্তর।
তাহলে কোন আইনি দৈনিক নব দিগন্ত এটাই হাস্যকর । এই প্রতারকদের আইনের আওতায় আমার সর্বোচ্চ চেষ্টা চালাবে সপ্তাহিক নব দিগন্ত পত্রিকার সম্পাদ।
তাই কোনো রকম বিভ্রান্ত না হয়ে জাতীয় সাপ্তাহিক নব দিগন্ত পত্রিকার সাথে থাকুন এবং সম্পাদক সাইফুল ইসলাম অচিরেই ভুয়া দৈনিক নব দিগন্ত পত্রিকার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠাবেন বলে জানান।