সিনিয়র স্টাফ রিপোর্টার মো: জসিম হোসেন, ঝিনাইদহ।
ঝিনাইদহে আরেক সাইদুল করিম মিন্টু যেন অধ্যাপক মতিয়ার রহমান। এর আগে এই তিনি সমালোচনায় পড়েন উলু ধ্বনি দিয়ে মাথা নত করে ওম নমো নমো বলে। এবার আবার ও তিনি কুরআনের মাহফিলে বসে মুসল্লিদের সামনে মুখ খারাপ করলেন, তিনি বলেন পার্লামেন্ট থেকে ওয়ার্ড মেম্বার পর্যন্ত যেতে একবার পারলে, সব স্যাটা টেনে ছিড়ে ফেলবো। ওই এলাকার স্হানীদের কাছ থেকে জানা যায় জামাত এই নেতা ভোটের জন্য বেসামাল হয়ে পড়েছে। দিন দিন তিনি অধপতনের দিকে যাচ্চেন। একজন মুসলমানের ব্যবহার, ভাষা, আচরণ কেমন হওয়া উচিত তিনি যেন সে কথা ভুলে যাচ্ছেন। তার ক্ষমতার কাছে দলীয় নেতারাও অসহায়। সুনা যাচ্চে ইদানিং জামাত এই নেতা তার এলাকা কোটচাদপুরে পাওয়ার দেখিয়ে দাপটের সাথে চলছেন। কর্মীরাও তার এমন কাজে ক্ষুদ্ধ,
তারা অভিযোগ করে বলেন, আমরা বিনয়ী, পরহেযগার, মিষ্টি ভাষী নেতা চাই। যে নেতা নিজের স্বার্থের কথা না ভেবে পরের জন্য জীবন উৎসর্গ করে।