আরিফুল কুষ্টিয়া।
বিএনপি-জামায়াত, শিবির-ছাত্রদলের নৈরাজ্য, সাংবাদিক হত্যা, গণমাধ্যমকর্মীদের উপর হামলা, ক্যামেরা ভাংচুর, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাংচুরের প্রতিবাদে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার বেলা ১১ টায় সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া ডিসি কোর্টের সামনে মহাসড়কে এক বিশাল মানববন্ধন করে। এতে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব। সাধারণ সম্পাদক মাহমুদ হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জাহিদুজ্জামান, কুষ্টিয়া প্রেস ক্লাব (কেপিসি)’র সহ সভাপতি শেখ হাসান বেলাল।
বক্তারা বলেন, গণমাধ্যমের শত্রু,স্বাধীনতার শত্রু, উন্নয়নের শত্রু বিএনপি-জামায়াত, ছাত্রদল, শিবির আগুন সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। এই ধ্বংসযজ্ঞের অর্থদাতা, মদদদাতা হোয়াইট ক্রিমিনালদের আইনের আওতায় আনতে হবে।