মোহাম্মদ আব্দুল্লাহ জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি।
সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সম্মানিত সদস্য, রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক এবং ভাইস প্রেডিডেন্ট ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি বদরুজ্জামান সেলিম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে গণতন্ত্রের মূর্ত প্রতীক। তিনি স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে রাজপথে নেমে গণতন্ত্র প্রতিষ্ঠা করে আপোষহীন নেত্রীর উপাধি পেয়েছিলেন।
এছাড়া বিগত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগ সরকারের নির্যাতন সহ্য করেও তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন দেশের মানুষের কাছে দেশমাতা হিসেবে খ্যাতি অর্জন করেছেন। সেই আপোষহীন নেত্রী ও দেশমাতা আজ অসুস্থ হয়ে চিকিৎসাধীন। তিনি দলের নেতাকর্মীসহ দেশবাসীর কাছে সেই আপোষহীন নেত্রী ও দেশমাতা বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়ার আহবান জানান।
তিনি আরো বলেন, দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করে যে মানুষটি সতের বছর নির্যাতন ও কারাভোগ করেছেন। আমি বিশ্বাস করি দেশের আঠারো কোটি মানুষের দোয়ায় ইনশাল্লাহ দেশমাতা বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে অবশ্যই দেশের মাটিতে ফিরে আসবেন।
সোমবার (২৭ জানুয়ারি) জৈন্তাপুর উপজেলার জৈন্তেশ্বরী রাজবাড়ি মাঠে ১নং নিজপাট ইউনিয়ন ও ২নং জৈন্তাপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে ও জৈন্তাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নজমুল হক ইয়াজুলের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুস শুকর, সাবেক সহসভাপতি তাহির আলী কলাই, জৈন্তাপুর উপজেলা বিএন পির প্রচার সম্পাদক আমিনুল ইসলাম সুহেল, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল হাসিম, আশরাফ গাজী, মাহবুব আহমদ চৌধুরী, নজির হোসেন, জাবের আহমেদ প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ শেষে দোয়া মাহফিল ও মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারিরীক সুস্থতা ও দীর্ঘায়ু, জিয়াউর রহমানের ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠনক মরহুম আরাফাত রহমান কোকো এবং সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের রুহের মাগফেরাত কামনা এবং ছাত্র-জনতার আন্দোলনে শহীদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা এবং সিলেটের কৃতি সন্তান এম ইলিয়াস আলী, ইফতেখার আহমদ দিনার, জুনেদ ও আনসারসহ সকল গুমকৃত নেতাকর্মী ও সাধারণ মানুষকে ফিরে পাওয়াসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা সালেহ আহমদ।