ঝিনাইদহ কালীগঞ্জ প্রতিনিধি :
ঝিনাইদহকালিগঞ্জ এিলোচনপুরইউনিয়নের বানুড়িয়াগ্রামের ৯ নং ওয়ার্ডের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে
যে মানুষটি এ ওয়ার্ডে মানুষের বিপদে আপদে সবার আগে এগিয়ে আসেন,নিজের পরিবার মনে করেন,
তাকে পূর্ণ সমর্থন ও ভালবাসায় আগলে রাখার উদাহরণ তৈরী করেছেন।এলাকাবাসী
প্রবীন একজন নারী ভোটারের দাবী,শুধু আ: গফুর বি: ভাইরে মোরগ মার্কায় দেওনের লাইগ্গাই ভোট দিতে আইচি,এই লোকটারে ভোট না দিতেপারলে শান্তি আইতো না মনে।
খুবই ভালা মানুষ, বাল্লেগ্রামেরএর মাইনষের লাইগ্গা কেও যদি থাহে এইডা মোর আ: গফুর বি:
একজন তরুনের দাবী যদি ১৭০০ ভোট কাস্ট হয় তাহলে ১৪০০ভোট পাবে। তার প্রতি আস্থার জন্য, পূর্ণ সমর্থনের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন পাশাপাশি সকল ভোটার ও শুভানুধ্যায়ী বৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।বানুড়িয়া গ্রামের মানুষ নিয়েই একটি উন্নত ও সমৃদ্ধিশীলগ্রামের পরিনত করতে পারে। অঙ্গীকার করেন।