ঝিনাইদহ থেকে।
ঝিনাইদহের মহেশপুর উপজেলা প্রশাসনের আয়োজনে, আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে, উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ১৮ ডিসেম্বর সকালে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা চত্তরে র্যালী শেষে, আলোচনা সভায় উপস্থিত ১২টি ইউপি চেয়ারম্যান, সরকারি দপ্তরের প্রধানগণ সহ এলাকার সুধীগণের উপস্থিতিতে মহেশপুরবাসীর মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা বলেন, যে সকল ব্যক্তি বিদেশে যাওয়ার ইচ্ছা পোষণ করেন কোন দালালের খপ্পরে না পড়ে, ব্যাংক থেকে ঋণ নিয়ে নিজের পৈত্রিক সম্পত্তি বিক্রি করে ক্ষতিগ্রস্থ না হয়ে, তারা দক্ষ শ্রমিক হয়ে বৈধ ভিসায় বিদেশে যাবেন। এছাড়া তিনি বলেন যারা বিদেশে আছেন, তাদেরকে অনুরোধ করবো ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠান, তবেই দেশ ও জাতি উপকৃত হবে। সকলকে কথাগুলি এলাকায় প্রচার করার জন্য উদাত্ত আহবান জানান। এছাড়াও বক্তব্য রাখেন, মহেশপুর থানা অফিসার ইনচার্জ ফয়েজ উদ্দিন মৃধা, প্রাণী সম্পদ কর্মকর্তা ফজলু কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা আক্তার, প্রেস ক্লাব মহেশপুর সভাপতি সরোয়ার হোসেন প্রমুখ।