মোঃ মামুন আলী ঝিনাইদহ: জেলা ঝিনাইদহ শহরে টায়ারের দোকানে কমপ্রেশার বিস্ফোরণে সাব্বির হোসন (১৭) নামের এক শ্রমিক নিহত হয়েছে। আজ রবিবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে হামদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন সদর উপজেলার মহিষাডাঙ্গা গ্রামের বিপ্লব বিশ্বাসের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ওসি আব্দু্ল্লাহ আল মামুন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রিপনের টায়ারের দোকানে কাজ করছিল সাব্বির। হঠাৎ করে বিকট শব্দে কমপ্রেশার বিস্ফোরণ ঘটে। এ সময় আশপাশের এলাকা প্রকম্পিত হয়। পরে স্থানীয়রা ওই দোকানে গিয়ে আহতাবস্থায় সাব্বিরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। সেসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সদর থানার ওসি বলেন, আমরা ঘটনা তদন্ত করছি। ছেলেটি মারা গেছে। তবে এখনও কোন মামলা হয়নি। লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।