জসিম হোসেন ক্রাইম রিপোর্টার ঝিনাইদহ।
ঝিনাইদহের ডিবি পুলিশ কর্তৃক (০৯) নয় পিচ ফেন্সিডিল সহ জাকির হোসেন (৫২) নামের একজন গ্রেফতার হয়েছে।গ্রেপ্তারকৃত জাকির হোসেন বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার গাবতলা গ্রামের মৃত ইউসুফ মৌলভীর ছেলে।
ডিবি পুলিশ সুত্রে জানা যায়, শনিবার (১১ ই মে) সকালে ঝিনাইদহ জেলার সদর থানাধীন সাধুহাটি গ্রামস্থ পুলিশ বক্সের সামনে থেকে গ্রেপ্তারকৃত আসামির দেহ তল্লাশি করে পরিহিত কোর্টের ভিতরে বিশেষভাবে রক্ষিত ০৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।
ডিবি পুলিশের ওসি মো: জুয়েল ইসলাম জানান, এ সংক্রান্তে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম অব্যাহত আছে।