মো:জসিম হোসেন ক্রাইম রিপোর্টার ঝিনাইদহ।
ঝিনাইদহের নলডাঙ্গা ইউনিয়নের যাত্রাপুর গ্রামের মষিয়াঘাট মাঠের বিল থেকে খলিল মণ্ডল (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত খলিল মণ্ডল ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়া এলাকার মমতাজ মণ্ডলের ছেলে। শনিবার (৭ ডিসেম্বর) সকালে বিল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ওই বিলের মধ্যে একটি পুকুরে লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “স্থানীয় জেলেদের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে তার দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।”