রাসেল আহমেদ সাগর ।
তেলবাজিতে সেরা ভাইজান তেলের দামের দোষ
তেল মারতে মনে থাকেনা বাড়লে ফিরে হুস,
চামচামিতে সেরা ভাইজান মাল কামাবো টাসটুস
চাকরি গেলে এই আমারে দেবে কে আর ঘুস।
সুযোগ বুঝে তেল মেরে ভাই
ইচ্ছে মতো করো টাকা কামাই,
দেশের টাকা লুঠেফুঠে অন্যদেশে
চলো গিয়ে স্বাদের বিল্ডিং বানাই।
চামচা বেটা চামচাই থাক
বড়াই দেখাস কিসের,
নিজের চরকায় গন্ধ রেখে
খোজিস লোকের দোষের।
ভন্ড পীরের দন্ড চাই হোক সে শাহাজাদা
গরীব দুঃখী বুঝেনা সে বলতো হারামজাদা,
কোটি টাকা কামাই করে কি লাভ হলো দাদা
বেয়াক্কলের সব কিছুতে আক্কলদার পায় আধা।
২
বাজেট আসার আগেই এবার তেলের দাম বাড়লো
নৃত্য পণ্যের গায়ে আগুন রেকর্ড বুঝি ছাড়লো,
মাংস পোলাও বাদই দিলাম ডিমের দাম তুঙ্গে
খাবার জোগাড় করতে দাদা ঘাম তার ঝরলো।
বউদি বসে আছে বাজার এলে খাবে
সিগারেট খোর ভাবছে বসে তার কি হবে,
এসিওয়ালার চিন্তা নাই চুরির টাকা যাবে
গরীব লোক কাঁদছে বসে এখন কি সে খাবে।