মোঃশাহেদুল ইসলাম।
স্টাফ রিপোর্টার।
কক্সবাজার টেকনাফে অজ্ঞাত এক যুবকের মাটির নিচে পুঁতে রাখা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩০ বছর।
সোমবার (১জুলাই) বেলা ১১টার দিকে টেকনাফ হ্নীলা লেদা বুচিংগ্যা এলাকার লাবনের মাঠ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) ওসমান গনী।
তিনি জানান, টেকনাফ হ্নীলা লবনের মাঠে মাটির নিচে চাপা দেয়া এক ব্যক্তির হাত দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান,কালে রংয়ের প্যান্ট এবং শার্ট পরিহিত। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর লাশ মাটির নিচে চাপা দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, লবনের মাঠে মাটির নিচে পুঁতে রাখা একটি মরদেহ দেখতে পাই স্থানীয়রা।পরে পুলিশকে খবর দেওয়া হয়েছে।