মোহাম্মদ মিলন আকতার
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
আজ ১ জানুয়ারি ২০২৫ জাতীয় পার্টির ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ডাংগিবাজারে জাতীয় পার্টির স্থায়ী কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সাবেক সফল সভাপতি, সাবেক সংসদ সদস্য নূরুন নাহার বেগম এর সার্বিক তত্ত্বাবধানে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। দলটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ ১৯৮৬ সালের ১ জানুয়ারি জাতীয় পার্টি গঠন করেন। জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুইসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পরবর্তীতে তারই স্নেহ-ধন্য ছোট ভাই জি এম কাদের বর্তমানে জাতীয় পার্টি চেয়ারম্যান এর দায়িত্ব পালন করছেন । জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটার মধ্য দিয়ে সূচনা হয় ।
পরে জাতীয় পার্টি বালিয়াডাঙ্গী উপজেলার সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল বারেক এর সভাপতিত্বে ও জাতীয় ছাত্র সমাজ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সাবেক সভাপতি মোঃ আকতার আলী (মিলন) এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য পেশ করেন বালিয়াডাঙ্গী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন বালিয়াডাঙ্গী উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান,জাতীয় যুব সংহতি বালিয়াডাঙ্গী উপজেলা শাখা সাধারণ সম্পাদক মোঃ আলম হোসেন (ডন), বালিয়াডাঙ্গী উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ শামসুদ্দিন সহ উপজেলার জাতীয় পার্টির ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ । পরে মোনাজাতের মধ্য দিয়ে জাতীয় পার্টির উত্তর- উত্তরণ, দেশ ও জাতির কল্যাণ সমৃদ্ধি কামনা করে প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচির পরিসমাপ্তি ঘটে।