মনোয়ার হোসেন সেলিম নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারী জেলা ডিমলা উপজেলার বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ১৫ টি মন্দিরে গিতা কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
জয় শ্রী রাম যত মত তত পথ হিন্দু স্বার্থে একমত।
উক্ত অনুষ্ঠান টি বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালন করা হয় । পূজার এই আয়োজনের জন্য হিন্দু মহাজোট কে সহাযোগিতা করেন মন্দির কমিটি গুলো।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ডিমলা শাখার সংগঠনের সাধারণ সম্পাদক শিশির রায়, নিতাই রায় ও বিকাশ রায়ের এর যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন ডাঃ অশোক রায়, আনন্দ রায়, তুলেশ রায় , মিলন রায়, অমল রায়, কনক রায়, জনক রায়, মহানন্দ রায়, শ্যামল রায়, দিপু রায়, কনক রায়, জীবন রায়, অপূব রায়, মানিক রায়, জনক রায়, শুভ রায় ও আরও অনেকে।
কুইজ পরিচালনা করে থাকেন চন্দন রায়।
বক্তব্য রাখেন ডিমলা উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক শিশির রায় ও ডা:অশোক রায় ও বিকাশ রায় সবাই সনাতনী দের কে বিভিন্ন রকম সচেতন মূলক দিক নির্দেশনা ও লাভ জিহাদ সম্পকে তুলে ধরেন। সবাই শারদীয় শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করেন।