মোঃ সাইফুল ইসলাম:
বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় যার নাম তথ্য মন্ত্রণালয় এই মন্ত্রণালয়ের গণমাধ্যম এবং সম্প্রচার ও প্রকাশনার আইনের প্রতি শ্রদ্ধা রেখে চলা দায়িত্ব ও কর্তব্য সকল পত্রিকার সম্পাদক ও প্রকাশক সহ সকল কর্মচারীদের । আর যারা এই পেশার সাথে সম্পৃক্ত তাদের বলা হয় গণমাধ্যম কর্মী বা রাষ্ট্রের চতুর্থ তম স্তম্ভ সাংবাদিক ।
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন মন্ত্রণালয়ের সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের প্রয়োজন প্রেস অ্যাক্রিডিটেশন (পি আই ডি) কার্ডের।প্রেস অ্যাক্রিডিটেশন নিয়মনীতিমালার তোয়াক্কা না করে প্রধান তথ্য কর্মকর্তার স্বাক্ষর জাল জালিয়াতি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে তথ্য অধিদপ্তরের কম্পিউটার অপারেটর শুভ নামে এক প্রতারক।
প্রতারক শুভ দৈনিক চাঁদপুর বার্তা নামে একটি পত্রিকার ২ টি প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড তৈরি করে প্রধান তথ্য কর্মকর্তার স্বাক্ষর জাল জালিয়াতি করে বানিয়ে দেয়, আব্দুর রহিম ও গোলাম রাব্বানী কে তারা সেই কার্ড দিয়ে তথ্য সংগ্রহ করতে গেলে জানতে পারে যে কার্ড গুলো ভুয়া।
এই প্রতারক কম্পিউটার অপারেটর শুভ স্বৈরাচার সরকারের আমলে বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে হাতিয়ে নিয়েছে অনেক টাকা যাহা পুলিশ রিমান্ডে নিলে সত্যতা বেরিয়ে আসবে বলে মনে করেন সচেতন মহল।
যে দুইটি প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড দিয়েছে তার কোন তথ্য নেই তথ্য অধিদপ্তরে কোন খাতায় বা রেজিস্টারে
কম্পিউটার অপারেটর শুভ দুই ব্যক্তির কাছে দুইটি পিআইডি কার্ড দিয়ে ৮০ হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে যা প্রমাণ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক তথ্য অধিদপ্তরে একজন কর্মকর্তাকে বিষয়টি জানালে তিনি বলেন আমরা বিষয়টি চেক করে দেখছি রেজিস্টারে কোন তথ্য পাওয়া যায়নি।
স্বাক্ষর জাল করে ভুয়া প্রেস অ্যাক্রিডিটেশন আইডি কার্ড তৈরি করা অপরাধ। বাংলাদেশের দণ্ডবিধির ৪৬৭ ধারায় এ অপরাধের বিধান রয়েছে। এই ধারায় বলা হয়েছে, যে ব্যক্তি কোনও অন্যায় উদ্দেশ্যে কোন ব্যক্তির স্বাক্ষর জাল করে বা কোনও দলিলে কোন ব্যক্তির স্বাক্ষরকে জাল বলে প্রমাণ করার উদ্দেশ্যে পরিবর্তন করে, তাহা যে স্বাক্ষর জাল বা পরিবর্তন করা হইয়াছে সেই কোন ব্যক্তিকে ক্ষতি বা বিপদগ্রস্ত করিলে, সেই ব্যক্তি দূর্নীতিমূলক ফৌজদারী অপরাধের জন্য দোষী হইবে এবং দুই বৎসর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে বা অর্থদণ্ড ।
দণ্ডবিধির ৪৬৭ ধারা রয়েছে।
ফৌজদারি কার্যবিধির ১৫৪, ১৫৫, ১৫৬, ১৫৭, ১৫৮ ধারা সাক্ষ্য আইনের ১৫৩ ধারায় বলা হয়েছে।
প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড জাল জালিয়াতির চক্রের মূল হোতা কম্পিউটার অপারেটর শুভর বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ জরুরী প্রয়োজন বলে মনে করেন সাংবাদিক নেতারা।
এ বিষয়ে মুঠোফোনে শুভর কাছে জানতে চাইলে 01718-591058 একাধিক বার কল করলেও কল রিসিভ করেননি শুভ।