মোঃ মামুন আলী ঝিনাইদহ জেলা প্রতিনিধি :
ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় ঝিনাইদহ ছয় উপজেলায় নলকূপ অকেজো। ভূ গর্ভস্হ পানির স্তর অস্বাভাবিকভাবে নিচে নেমে যাওয়ায় স্বস্তিতে নেই সাধারণ মানুষ, জেলার বিভিন্ন এলাকায় খাবার পানি তীব্র সংকর দেখা দিয়েছে ইতিমধ্যেই অসংখ্য গভীর ও অগভীর নলকূপ অকেজো হয়ে পড়েছে। অকেজো হয়ে পড়ায় সেচ বিপর্যয় দেখা দিয়েছে। বারো মৌসুমে কৃষকরা মারাত্মক সেচ সংকটে পড়েছে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় টিউবয়েল গুলো থেকে উঠছে না পানি। শহর – গ্রাম ছোটখাটো জলাশয় শুকিয়ে গিয়েছে। এতে করে ফসল ওরে ব্যাপক আকারে ক্ষতি হবে বলে মনে করেন কৃষকেরা।
ঝিনাইদহ সদর উপজেলা মোড়ল পাড়া গ্রামের নজু বিকাল বার্তাকে জানান ১৫ দিন ধরে তার বসতবাড়ির টিউবয়েলের পানি না থাকার কারণে চরম দুর্ভোগে আছেন তিনি, ঠিকমত গোসল করতে পারছিনা,
ঝিনাইদহ সদর উপজেলা হলিধানী গ্রামের কৃষক ইসাহাক আলী জানান দীর্ঘ তাপ প্রবাহের কারণে সেচ পাম দিয়ে ঠিক মত পানি সরবরাহ না করতে পাড়ায় কপালে চিন্তার ভাজ, ধান চাষ করে চরম দুর্ভোগে আছেন তিনি। ধানের জমিতে যে পরিমাণ সেচ দেয়ার কথা, তার চেয়ে অধিক বার সেচ দিতে হচ্ছে। বিশেষ করে দিনের বেলায় তাপ প্রবাহ বেশি থাকার কারণে পানির লেয়ার ঠিকমতো পাওয়া যাচ্ছে না। রাত্রে বেলার দিকে সেচ দিতে হচ্ছে তাদের। এতে করে খরচ বেশি হচ্ছে তাদের।
সদর উপজেলা সাগান্না গ্রামের আশিক বলেন ১০ বছর আগে আমার বসতবাড়িতে একটি গভীর নলকূপ স্থাপন করি, নলকূপ দিয়ে ভালোই পানি উঠছিল কিন্তু ঈদের পর থেকেই আগের মতো আর পানি উঠছে না। পানির চাহিদা মেটানোর লক্ষ্যে বিকল্প পদ্ধতি হিসেবে টিউবয়েলের গরিবের ভেতর থ্রি ফোর পাইপ দিয়ে পানি উঠাচ্ছি।