সাগর বি: উপজেলা প্রতিনিধিঃ ঝিনাইদহ কালীগঞ্জে
পথচারীদের জন্য বিশুদ্ধ পানি শরবত এর সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১০ টায় শহরের থানা রোড মুরগি হাটার মোড়ে কাউন্সিলর রুবেলের উদ্যোগে ঠান্ডা পানীয় শরবতের ব্যবস্থা করা হয়। ‘প্রচণ্ড দাবদাহে জনজীবন দুর্বিষহ হয়ে উঠছে। তাই রুবেল পৌর কাউন্সিলের পক্ষে থেকে এই সামান্য উদ্যোগ নেওয়া হয়েছে। একজন পথচারী এই গরমপর মধ্যে পানি পিপাসিত হয়ে এখান থেকে পানি পান করতে পারবে। এদিকেগরম চলাকালে এই কার্যক্রম অব্যাহত যাহাতে থাকে অনেকে চায়।এদিকে, তীব্র এই তাপদাহে কালিগন্জ কাউন্সিলর রুবেল এর এমন উদ্যোগকে সাধুবাদ জানান পথচারীরা।।২৩/৪/২০২৪ মঙ্গলবার।।