সৌমেন্দু লাহিড়ী: কতদিন হায়! দেখিনি তোমায় আজও কি তুমি আমার আছো, তুমি ভালো আছো? চলে গেছো বহুদূরে পরপারে জানি না সেখানে কেমন আছো, তুমি ভালো আছো? কত স্মৃতি তব মনে আছে আঁকা সুখে ও দুঃখে একসাথে থাকা আচমকা টেনে প্রেম যবনিকা আমায় ছেড়ে চলে গেছো। তুমি ভালো আছো? মোর, জমে আছে মনে না বলা কথা কত অভিমান, বুক ভরা ব্যথা জানতে ইচ্ছে করে শুধু আজ তুমি ভুলতে কি মোরে পেরেছো? তুমি ভালো আছো? পরজন্মে ও হব তব সাথী তোমার দুঃখে হব সমব্যথী তোমারে বলব আমার জন্য একটি কবিতা তুমি রচ। তুমি ভালো আছো? অভিমান ক’রে ভগবান পরে জিজ্ঞেস করি তাঁরে বারেবারে কী পাপের তরে আমার সাথীরে আমা হতে কেড়ে নিয়েছো। সৌমেন্দু লাহিড়ী (পশ্চিমবঙ্গ রাজ্যপাল স্বীকৃতিপ্রাপ্ত কবি) বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত