কাইথাং খুমী
থানচি (বান্দরবান) প্রতিনিধি।
উপজেলার একমাত্র বানিজ্য প্রাণ কেন্দ্র থানচি বাজার সড়ক নির্মাণর কাজ চলছে ধীর গতিতে।
সাপ্তাহিক হাটের বাজার দিন রবিবার সরজমিনে গিয়ে দেখা যায় বাজারের মাঝখানে পশ্চিম ও পুর্ব পাশে সড়ক যোগাযোগে পথ বন্ধ। কারন একদিকে নির্মাণ কাজের নির্মাণের সামগ্রী মেশিন ইত্যাদি রাখা, অন্যদিকে সাইনবোর্ডে বিজ্ঞাপ্তি সড়ক নির্মাণ কাজ চলছে, কিন্তু দেখা মেলেনি নির্মাণ কাজের সংশ্লিষ্ট কাউকে,নাম উল্লেখ না করার শর্তে একজন বলেন ওনারাতো গভীর রাতে তাড়াহুড়ো করে একটু একটু কাজ করে চলে যায়।
এই বিষয়ে জানতে চাইলে স্থানীয় ব্যবসায়িক শুকনো মাছ বিক্রেতা জনাব,সুলতান বলেন রাস্তায় কাজ যেদিকে হয় সেদিকে বন্ধ না রেখে দুই দিকে বন্ধ থাকায় বিক্রি তেমন চলে নাই, জিনিঅং পাড়া থেকে আসা এক পথ চারী বাশৈঅং মারমা বাংলা মিশ্রিত আঞ্চলিক কথায় বলেন, আমি তো আইয়ে দে মছক টা লত বেচি তো ন অই ,ইমিকা রাস্তার গরিলে তো ইবা শেষ কইতো একবছর লাগি ব পারলার।
এক সময়ের দুর্গম জনপদ নামে পরিচিত সুন্দরের লীলাভূমি থানচি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ও জাতীয় সংসদের সংসদ সদস্য জনাব, বীর বাহাদুর উশৈসিং এমপি, তাঁহার ঐকান্তিক প্রচেষ্টায় সড়ক যোগাযোগ শিক্ষা স্বাস্থ্য বিদ্যুৎ অসাম্প্রদায়িক সম্প্রীতির কারণে দিন আলোকিত জনপদে পরিচিত পাচ্ছে।
অন্যদিকে গুটি কয়েক উন্নয়ন কাজ বাস্তবায়নকারী ঠিকাদার সংশ্লিষ্টদের ধীরে চলো নীতির কারণে, শ্রমজীবী কৃষক ও স্থানীয় জনসাধারণের সুবিধা গ্রহণের পরিবর্তে অসুবিধায় পড়তে হচ্ছে, যা থানচি বাজার সড়ক নির্মাণ কাজ চলছে ধীর গতিতে।
এই বিষয়ে আরও জানতে চাইলে মোবাইলে,উপজেলা নির্বাহী প্রকৌশলী এলজিইডি ইমদাদুল হক বলেন একদিন কাজ করে তিনদিন বন্ধ রাখে, এদের কে বলতে বলতে বেজার লাগে।
ঠিকাদার সংশ্লিষ্ট মাইনুদ্দিন মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন কাজ শেষ হতে এক সপ্তাহ লাগবে,পাথর আনতে সমস্যা হচ্ছে তাই কাজ দেরি হচ্ছে, তবে যথাযথ সম্ভব নির্মাণ কাজে দ্রুতভাবে এগিয়ে হওয়ার ব্যাপারে জোর চালাচ্ছি।
ক্রেতা বিক্রেতা উভয়ের বাজার সড়ক নির্মাণ কাজ দ্রুত শেষ হওয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি একান্ত কামনা বসবারত স্থানীয়বাসি।