কাইথাং খুমী
থানচি (বান্দরবান) প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রাম এলাকার ম্রোদের নতুন বর্ষ বরণে “ক্রামা চাংক্রান পয়” বাংলায় নতুন (নববর্ষ) অনুষ্ঠিত হয়েছে। চাংক্রান পয় উৎসবের ম্রো সম্প্রদায়ের মানুষেরা নেচে গেয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেছে।
অধিকাংশ ম্রোরা ক্রামা ধর্ম ছাড়াও বর্তমান অন্যান্য বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মও পালন করে। তবে ম্রো ক্রামা ধর্মাবলম্বীদের “চাংক্রান পয়” এটি সব চেয়ে বড় ক্রামা ধর্মীয় উৎসব। এই দিনে ম্রোরা বিভিন্ন পিঠা তৈরি উৎসব সহ নানান আয়োজনে মধ্য দিয়ে এভাবেই চাংক্রান পয় উদযাপন করা হয় প্রতিবছর।
বান্দরবানে থানচিতে চাংক্রান পয় উপলক্ষে শুক্রবার (১২ এপ্রিল) আদা ম্রো কারবারি পাড়া সহ বিভিন্ন পাড়ায়,পাড়ায় ও গ্রামে স্থানীয় ম্রোদের উদ্যোগে শত শত মানুষের অংশগ্রহণের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা সাংস্কৃতিক ক্রামা মেলা উৎসব। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে জনাব হালিরাম ত্রিপুরা (প্রকল্প ভিজিটর হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন) বক্তব্যে তিনি বলেন, কোথাও খোঁজে পাবে না এমন প্রাণের দেশ বাংলাদেশ। সম্প্রীতির সম্পৃক্তকতা বজায় রাখতে রাষ্ট্রর সবার ধর্ম যার যার, নিজস্ব ভাষা,সংস্কৃতি ও সামাজিকগত আজকের ম্রো সম্প্রদায়ের ক্রামা ধর্মাবলম্বীদের (চাংক্রান পয়) সেটি আত্ম পরিচয়, সংস্কৃতিক পরিচয় ও জাতীর পরিচয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এভাবেই নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাসকে সমুন্নত রাখতে শিক্ষা সামাজিক, সাংস্কৃতিক ও অধিকারমূলক জোরদার করার আহ্বানও জানান তিনি।