মাহমুদুল হক,টেকনাফ।
এফ এফ জি চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫ ইং ৩য় আসরের ১ম সেমিফাইনাল ম্যাচ টেকনাফ পাইলট মডেল স্কুল মাঠে রশীদ জাফর শীলবনিয়া পাড়া ক্রিকেট একাদশ বনাম মরহুম হাজী মোঃ ইব্রাহিম স্মৃতি ক্রিকেট একাদশ এর ম্যাচ অনুষ্ঠিত হয়।
রশীদ জাফর শীলবনিয়া পাড়া ক্রিকেট একাদশ প্রথমে ব্যাট করতে নেমে ১৫ ওভার শেষে ০৮ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করেন। ১৩৭ রানের টার্গেটে মরহুম হাজী মোঃ ইব্রাহিম স্মৃতি ক্রিকেট একাদশ ৯.২ বলে ০৪ উইকেটে হারিয়ে ১৪০ রান সংগ্রহ করেন।
উক্ত খেলায় মরহুম হাজী মোঃ ইব্রাহিম স্মৃতি ক্রিকেট একাদশ ০৬ উইকেটে জয় লাভ করেন।
পুরুষ্কার প্লেয়ার অব দ্যা ম্যাচ : রাশেল জামশেদ।
বেষ্ট ইকোনোমিক অব দ্যা ম্যাচ : মোঃ সোহাগ।
সুপার স্ট্রাইক রেট অব দ্যা ম্যাচ : রাশেল জামশেদ।
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অব দ্যা ম্যাচ : রাশেল জামশেদ।
এফ এফ জি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ ৩য় আসরের ফাইনাল নিশ্চিত করেন মরহুম হাজী মোঃ ইব্রাহিম স্মৃতি ক্রিকেট একাদশ।