ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
“দ্বীপ্ত শপথ আমার, আদর্শ মানুষ গড়ার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ পৌরএলাকার অন্যতম বিদ্যাপীঠ দারুল ইসলাম মডেল মাদ্রাসা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে কুরআন তেলাওয়াত মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠানের অনুষ্ঠকতা এরপর জাতীয় পতাকা উত্তোলন ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয় ।
দারুল ইসলাম মডেল মাদ্রাসা সিরাজগঞ্জের আয়োজনে, শনিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮ হতে দুপুর পর্যন্ত দারুল ইসলাম মডেল মাদ্রাসা, সয়াধানগড়া (কাজিপুর রাস্তার মােড়) মাঠ প্রাঙ্গণে উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ দারুল ইসলাম ট্রাস্ট এর চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা মোঃ শাহিনুর আলম। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দারুল ইসলাম মডেল মাদ্রাসা’র সভাপতি অধ্যাপক মোঃ আব্দুল লতিফ। স্বাগত বক্তব্যে রাখেন, দারুল ইসলাম মডেল মাদ্রাসা সিরাজগঞ্জের প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতি মোঃ আলী আজগর।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণ করেন, অত্র মাদ্রাসার সদস্য অধ্যাপক মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম, পরিচালক শিক্ষা মোঃ ওমর ফারুক, পরিচালক অর্থ মাওলানা মোঃ মোস্তফা মাহমুদ, সহ-সভাপতি ড.খ.ম. আব্দুর রাজ্জাক বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দারুল ইসলাম ট্রাস্ট সিরাজগঞ্জের সদস্য অধ্যক্ষ আলী আলম, দারুল ইসলাম ট্রাস্ট এর সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম, জেলা শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম প্রমুখ। এসময় অনুষ্ঠানে দারুল ইসলাম মডেল মাদ্রাসার সকল শিক্ষক, অভিভাবক , শিক্ষার্থী সুধীজন উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের দৌড় প্রতিযোগিত, দরি খেলাসহ বিভিন্ন প্রকার খেলাাধুলার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয় দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।