স্টাপ রিপোর্টার ।
পটুয়াখালী জেল গলাচিপা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বন্যাদুর্গত এলাকর জন্য অর্থ সহায়তা দিয়েছেন ৬লক্ষ ৬৬হাজার ৪শত ২৮ টাকা। জানা গেছে , গলাচিপা উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সকল কর্মকতার্ , শিক্ষক ও কর্মচারীদের এক দিনের মূল বেতন চলমান বন্যা দূর্গত এলাকার মানুষের সাহয্যের জন্য ৬লক্ষ ৬৬হাজার ৪শত ২৮ প্রদান করছেন। যা মহাপরিচালক,প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর হিসাব নম্বরে সোনালী ব্যাংক ,গনভবন শাখা,ঢাকা অনুকূলে গলাচিপা সোনালী ব্যাংক শাখায় জমা দেয়া হয়েছে। এতে ১৯৮টি স্কুলের ১১শত শিক্ষক অর্থ সহায়তায় অংশ নেয়। এ তথ্য নিশ্চিত করেছেন গলাচিপা শিক্ষা অফিসার মো: মিজানুর রহমান।