আবু বক্কর সিদ্দিক উখিয়া কক্সবাজার।
দীর্ঘ ১৬ বছর উখিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া উপজেলার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩০ আগস্ট) উখিয়া বহুমুখী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।দীর্ঘ ১৬ বছর পর উখিয়াতে এই প্রথম কর্মীসম্মেলন করলেও এটি রূপ নেয় জনজসভায়।খবর নিয়ে দেখা গেছে হাজার হাজার লোক সমাগম হয়েছে।
শুক্রবার জুমার নামাযের পর উখিয়ার পাঁচটি ইউনিয়ন থেকে দলে দলে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্টেটারী জেনারেল মাওলানা মুহাম্মদ শাহ জাহান।
তিনি দীর্ঘ বক্তব্যে সাবেক কেন্দ্রীয় নেতুবৃন্দদের স্মৃতিচারণ করে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন, তিনি বলেন, ভারতে অবস্থান করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করছে, তাই এ ষড়যন্ত্র রুখে দিতে তিনি বৈষম্যবিরোধী ছাত্রসমাজ ও আপমর জনসাধারণের প্রতি আহওবান জানান।প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শাহাজাহান অন্তর্বর্তীকালীন সরকার নিয়েও কথা বলেছেন, তিনি বলেন, এ সরকারকে দেশ সংস্কারে জামায়াত একটি যৌক্তিক সময় দিতে চান, এবং এ সরকারকে সবধরণের সহযোগীতা করবেন বলেও বক্তব্যে উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়ার কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা জামায়াতের আমীর টেকনাফের হোয়াইক্যং মডেল ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের সাবেক সেক্টেটারী এডভোকেট শাহ জালাল চৌধুরী, জেলা জামায়াতের প্রচার সেক্টেটারী সিরাজুল ইসলাম মোঃ আল আমিন, জেলা সহকারী সহ-সেক্টেটারী জাহেদুর রহমান, সাবেক ছাত্রনেতা শফিউল আলম খন্দকার ও মোঃ শাহজাহান, দরবেশ আলী মোহাম্মদ আরমান, উপজেলা প্রমুখ।
উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে এ সাধারণ সম্পাদক মাওলানা সোলতান আহমেদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উখিয়া উপজেলা জামায়েতের নায়েবে আমির মাওলানা নুরুল হক, উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম,মাওলানা আব্দুল করিম, ইউনিয়ন আমির আবুল আলা রোমান, রাজ পালং এর আমির রুহুল আমীন, রত্না সভাপতি মাস্টার হাশেম,হলদিয়া সভাপতি হাফেজ আবুল হোসেন, জালিয়ায়র সভাপতি মৌলানা হোসাইন, শ্রমিক নেতা রিদুয়ানুর করিম জিসান সহ প্রমুখ।
তাঁরা বলেন বর্তমানে জনমনে ভৈরি পরিবেশ ফিরে এসেছে।
সম্মেলনের শুরুতেই আব্দুস সাত্তারের নেতৃত্বে ঐতিয্যবাহি “” আলো সাংস্কৃতিক সংসদ উখিয়া” মনোমুগ্ধকর পরিবেশনার মধ্যদিয়ে উপজেলার বিশাল কর্মী সম্মেলনের কার্যক্রম শুরু করেন।