——— সেলিনা সাথী
মনোয়ার হোসেন সেলিম
নীলফামারী জেলা প্রতিনিধি
দুঃখ? সে তো আমার কাছে
এক চিরসবুজ গাছ।
একটা সময় ছিল, যখন
দুঃখকে তাড়িয়ে দিতে চাইতাম।
কিন্তু ধীরে ধীরে বুঝলাম,
দুঃখকে পুষে রাখাই তো আমার শক্তি।
প্রতিটা ব্যথা বুনেছি —
ভালোবাসার সুতো দিয়ে, যত্ন করে।
দুঃখের প্রতিটি পাতা যেন
একেকটা অভিজ্ঞতা,
একেকটা চেনা পথ।
যা হারিয়েছি, তার জন্য –
চোখের জল ফেলেছি; কিন্তু
সেই জলের নিচেই জন্ম নিয়েছে
নতুন সৃষ্টির বীজ।
হারিয়ে যাওয়া জিনিসগুলো
আর ফিরে আসেনি, তবে যা
ফিরে পেয়েছি, তা যেন বহুগুণে ভারী।
ভালোবাসার যে রঙ হারিয়েছিলাম,
তা ফিরে এসেছে আরও গাঢ় হয়ে।
আমার জীবনের প্রতিটা দুঃখ
যেন একেকটা উপহার।
যা কিছু কেড়ে নিয়েছে,
তার বদলে দিয়ে গেছে শক্তি,
ধৈর্য আর নতুন স্বপ্ন।
হারানোর বেদনাই তো
আমাকে শিখিয়েছে,
কীভাবে ভালোবাসতে হয়
নিঃস্বার্থভাবে।
তুমি যদি আমার বুকের গভীরে তাকাও,
দেখবে, সেখানে শুধু দুঃখের স্তূপ নয়,
সেখানে ভালোবাসার বাগানও আছে।
যত্ন করেছি, আগলে রেখেছি সেই বাগান।
প্রতিটা গাছে ঝুলছে হারানোর স্মৃতি,
আর তার শিকড়ে আছে আমার ত্যাগ।
আজ যখন চারপাশে তাকাই,
দেখি আমি কিছুই হারাইনি।
যা হারিয়েছি, তার থেকেও
বহুগুণে ফিরে পেয়েছি।
আজ আমার দুঃখগুলোই তো
আমার শক্তি, আর তাই দুঃখকে
বিদায় জানাই না, তাকে আগলে রাখি।
কারণ আমি জানি,
দুঃখের আঁধারে জন্ম নেয় আলো।
তাই দুঃখ আমার বন্ধু,
আর ভালোবাসা তার রক্ষক।
———————————————-