বিশেষ প্রতিনিধি: ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ১১ নম্বর রাজামেহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন সরকারকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৩টায় বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার বিভাগের কুমিল্লা উপপরিচালক মো. মিজানুর রহমান। জানা যায়, মো. জসিম উদ্দিন সরকারের বিরুদ্ধে সি.আর-৪১৬/২০২১ নম্বর মামলায় বিগত ৫/১/২০২৩ তারিখে অভিযোগ গঠন করায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(১) ধারা অনুযায়ী জেলা প্রশাসক, কুমিল্লা ব্যবস্থা গ্রহণের সুপারিশ করায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত একটি চিঠিতে গত ৩১ জানুয়ারি বুধবার তাঁকে স্বীয় পদ থেকে সাময়িক অপসারণ করা হয়। এই বিষয়ে এলাকাবাসী থেকে জানতে চাইলে বেরিয়ে আসে তার বিভিন্ন অপকর্মের কথা। দীর্ঘদিন যাবত সে তার পালিত সন্ত্রাস দিয়ে এই অপকর্ম করে যাচ্ছে। এলাকাতে মারধর জায়গা জমির দখল করা ও বিভিন্নভাবে টাকা পয়সা আত্মসাৎ করা। এলাকাবাসী জানায় যে তার দ্বারা আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। জসিম চেয়ারম্যান স্বতন্ত্র এমপি আবুল কালাম আজাদের অনুসারি। জসিম চেয়ারম্যান স্বতন্ত্র এমপির ভয় ভিত্তি দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা এমন অভিযোগ উঠে এসেছে। বহিষ্কার জসিম চেয়ারম্যান এর বিরুদ্ধে।