আবু বক্কর সিদ্দিক উখিয়া প্রতিনিধি কক্সবাজার।
গণমানুষের জন্য- নিপীড়িত মানুষের জন্য জীবন থেকে কুড়ি বছর উজার করেছেন এমন মানুষ দেশে খুঁজে পাওয়া ভার। পাওয়া গেলেও সাথে থাকবে এক পাহাড় কালো টাকা আর রাজনৈতিক শক্তি কৌশলে অপব্যবহার করার গল্প- যা সেহলী পারভীন মহোদয়ের নেই। তিনি অনাহারে অর্ধাহারে মানবাধিকার কার্যক্রম সম্পর্কিত বিষয় নিয়ে সুদীর্ঘ সময় গবেষণা করেছেন, মাঠ পর্যায়ে বিষয়টি অনুশীলন করেছেন, কাজের পক্রিয়া তৃণমূল মানুষের মাঝে পৌঁছে দেয়ার চেষ্টা করেছেন। তাঁকে দেখা গিয়েছে টেকনাফ থেকে তেতুলিয়া সাধারণ মানুষের সুখে দুঃখে। তিনি দেশের নানাবিধ বৈষম্যের সাথে অপারগতার ক্ষেত্রে পিছ পা হোননি কখনো, লড়ে গেছেন শেষ মুহুর্ত পর্যন্ত।
মানুষের আস্থা আর বিশ্বাসকে পুঁজি করে নিজের জন্য বৈষয়িক কিছু করেননি। গণমানুষের অফুরন্ত ভালোবাসা পাবার সুযোগে তিনি কারো সাথে জুলুম করেননি একটি মুহুর্ত। নিজের প্রটোকল ভেঙে মানুষের সাথে মিশে গিয়ে চেষ্টা করেছেন সেই ভালোবাসার মূল্যায়ন করতে।
যারা সেহলী পারভীন এর উন্নতি চায়নি, কুৎসার মধ্য দিয়ে তাঁর পথ রুদ্ধ করার চেষ্টা করেছিলো বারবার- তিনি সেই সব কিছুর প্রতিবাদেও একটি অসুন্দর শব্দ ব্যবহার করেননি কখনো। নিদারুণ অটল গাম্ভীর্যের মূর্ত প্রতীক। দেখিয়ে গেলেন- মানবাধিকারের জন্য কেমন মানুষ প্রয়োজন!