নিজস্ব প্রতিনিধি নেত্রকোণা: ধর্মপাশা জিসি-জয়শ্রী জিসি সড়ক নির্মাণের অধীনে ধর্মপাশা সদর বাজারের ৩৭ মিটার আর সিসি ব্রীজ নির্মাণ ও মিটার সড়ক নির্মাণ এবং একটি বক্স কালভার্ট নির্মাণে অনিয়ম ও সময় ক্ষেপনের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করেন ধর্মপাশা উপজেলার সকল শিক্ষার্ধী ও আপামর জনসাধারণ।