আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
ধামইরহাটে কৃষকের পা ভেঙ্গে আহত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৯ এপ্রিল বেলা সাড়ে ১০টায় ধামইরহাট উপজেলা পরিষদের সামনে ধামইরহাট কৃষক বাঁচাও ফোরামের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ২৭ এপ্রিল রবিবার ধামইরহাট উপজেলার দেউলবাড়ী গ্রামের আঃ গফুরের ছেলে আতোয়ার (৪৫) তার শুকিয়ে যাওয়া ধান ক্ষেতে পানি সেচ দিতে দেউলবাড়ী মৌজায় অবস্থিত বরেন্দ্র দপ্তরের ডিপ টিউবওয়েলে গেলে ডিপের লাইনম্যান আক্কাস আলী তাকে মারপিট করে পা ভেঙ্গে দেয় এবং তাকে গুম করার চেষ্টা করে। আহত আতোয়ার রহমান এখন রামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বক্তারা আরও বলেন আক্কাস আলী অবৈধভাবে লাইনম্যানের দ্বায়ীত্ব নেয় এবং নাজমুল অবৈধভাবে অপারেটরের দায়ীত্ব নেয়। তারা ডিপের ঘর মাদক সেবনের জায়গা হিসেবে ব্যাবহার করে থাকে। সেই সাথে অন্যায়ভাবে একর প্রতি ৬ হাজার টাকা জুলুম করে আদায় করে। এতে কৃষকের নাভিশ্বাষ উঠেছে। বক্তাগণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সুবিচার দাবি করেন। মানববন্ধনে দুষ্কৃতকারি অপারেটর – লাইনম্যানের বিচার চেয়ে বক্তব্য প্রদান করেন নওগাঁ জেলা জামায়াতে ইসলামের নায়েবে আমীর এনামুল হক বিউটি, ধামইরহাট উপজেলা নায়েবে আমীর ও কৃষক বাঁচাও ফোরামের আহবায়ক মাওঃ আতাউর রহমান, মারপিটের সময় প্রত্যক্ষদর্শী আঃ রশিদ, ভূক্তভোগী কৃষক পরিবারের সদস্য সানোয়ার হোসেন, কৃষক বেলাল, কৃষক হানিফ প্রমূখ। মানববন্ধন শেষে অবৈধ অপারেটর-লাইনম্যানের সুবিচার দাবি করে কৃষকগণ উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন।