1. jhramjan88385@gmail.com : bbarta :
  2. muhammadalomgir350@gmail.com : Muhammad Aaomgir : Muhammad Aaomgir
  3. abrahim111099@gmail.com : Bikal Barta :
নকলনবিশদের জাতীয়করনের দাবিতে সাব-রেজিস্ট্রারের সমর্থন। - Bikal barta
৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ| শীতকাল| বৃহস্পতিবার| রাত ২:০০|
সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জ কোটচাঁদপুর ও মহেশপুর থানা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন।  সভাপতি রিপন মোল্লা। সাধারণ সম্পাদক আব্বাস আলী। বিশ্বম্ভরপুরে”জয়কুলের”উপর মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রকাশিত সংবাদের প্রতিবাদে মানববন্ধন। দিনাজপুরে অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীত উপহার বিতরণ  বীরগঞ্জে ৩৯৫কেজি ওজনের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার পটুয়াখালী জেলা গলাচিপায় তারুন্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান  জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার! আজ মতিয়ারা মুক্তার জন্মদিন মর্যাদার শোকজ খোকসা মডেল টাউনে লাশ উদ্ধারের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২ আসামি, ভ্যান উদ্ধার শেরপুর জেলায় মিষ্টি আলু রপ্তানি হচ্ছে জাপানে

নকলনবিশদের জাতীয়করনের দাবিতে সাব-রেজিস্ট্রারের সমর্থন।

রিপোর্টারের নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, নভেম্বর ১৯, ২০২৪,
  • 22 জন দেখেছেন

 

মো:আজাহারুল ইসলাম সোহাগ। স্টাফ রিপোর্টার (রংপুর বিভাগ)

অসহায় নকলনবিশদের চাকরী জতীয়করনের দাবি যৌক্তিক বলে মত প্রকাশ করেন নীলফামারী জেলার ডিমলা সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার কে এম সুজা উদ্দিন।তিনি বলেন বাংলাদেশে এন বি আর এর পর দ্বিতীয় বৃহত্তম রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান হলো নিবন্ধন অধিদপ্তর।অথচ আমরা দেখছি সেই নিবন্ধন অধিদপ্তরের আওতাধীন নকল নবিশরা অত্যন্ত মানবতার জীবন যাপন করছে। তারা যে জাতীয়করণের জন্য আন্দোলন করিতেছে সেই আন্দোলন অত্যন্ত যৌক্তিক। আমার মতে নকল নবিশদের দাবিকে সরকারের বিবেচনা করে দেখা উচিত।ভূমির স্বত্ব তৈরি হয় সাব-রেজিস্ট্রি অফিসে । মূল_দলিল থেকে ভলিয়মে অবিকল নকল করে থাকেন নকলনবিশগণ । সাব-রেজিস্ট্রি অফিসের এই নকলনবিশগণের মাধ্যমেই জনগণের ভূমির স্বত্বের স্থায়ী_রেকর্ড সৃষ্টি হয় । স্থায়ী রেকর্ড প্রস্তুতকারী এই নকলনবিশগণ বে- সরকারি ভাবে চুক্তির ভিত্তিতে এই কার্যালয়ে কাজ করে থাকেন । সাব-রেজিস্ট্রি অফিস একটি সরকারি কার্যালয় । এই সরকারি কার্যালয়ে জনগণের ভূমির স্বত্বের স্থায়ী রেকর্ড তৈরি হচ্ছে বে-সরকারি লোকজনের মাধ্যমে । ভূমির স্বত্বের মতো গূরুত্বপূর্ণ রেকর্ড বে-সরকারি লোকজনের মাধ্যমে প্রস্তুত করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানেই নকলনবিশগণের চাকুরি জাতীয়করণের প্রধান যৌক্তিকতা নিহিত বলে আমি মনে করি।একজন নকলনবিশ যদি দৈনিক মান বজায় রেখে নিয়মিত কাজ করে থাকেন । তাহলে মাস শেষে তাঁর পারিশ্রমিক দাঁড়ায় ৭-১০ হাজার টাকা মাত্র । এখানেও রয়েছে শুভংকরের ফাকি। সময়মতো বালাম সরবরাহের অভাবে বছরের অনেক সময়ই তাদের কোনো কাজ থাকেনা। বসে -বসে তাদের দিন কাটাতে হয়।এই সময়ে তারা কোনো পারিশ্রমিকও পায় না।

সরকারের রাজস্ব আদায়ের পাশাপাশি মূল দলিল থেকে ভলিয়মে নকলকরণের জন্য নকলনবিশগণের পারিশ্রমিক প্রদানের উদ্দেশ্যে দলিলের সেবাগ্রহীতার নিকট থেকে এন ও এনএন ফি সংগ্রহ করা হয় । বিগত ২০২৩-২৪ অর্থবছরে এন ও এনএন ফিস বাবদ আদায় করা হয়েছে ১৮৭ (একশত সাতাশি) কোটি টাকা প্রায় । এই সংগৃহীত টাকার মধ্যে এনএন অংশের ফিস ‘নকলনবিশগণের পারিশ্রমিক তহবিল’ শীর্ষক চলতি হিসাবে জমা করা হয়। প্রত্যেকটি অফিসে এই হিসাবের বর্তমান স্থিতি প্রায় ১ (এক) কোটি বা তদূর্ধ্ব টাকা। প্রসঙ্গত উল্লেখ্য যে, সারা দেশের রেজিস্ট্রি অফিসসমূহে প্রায় ১৬ (ষোলো) হাজার নকলনবিশ রয়েছে । এসব নকলনবিশগণকে সরকারী কর্মচারী হিসেবে আত্তীকরণ করা হলে তারা ১৮তম গ্রেডে নিয়োগপ্রাপ্ত হবেন । এক্ষেত্রে বছরে তাঁদের জন্য সরকারের ব্যয় হবে ৩০৪ (তিনশত চার) কোটি টাকা প্রায় । প্রতি বছর এন, এনএন, জি ও জিজি ফিস থেকে আদায় হবে প্রায় ২০০ (দুইশত) কোটি বা তদূর্ধ্ব টাকা । বছরে ১৫ (পনেরো) হাজার কোটি টাকা রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠানে সরকার যদি আর ১০৪ (একশত চার) কোটি টাকা বিনিয়োগ করে ইহাতে সদাশয় সরকারের খুব আর্থিক ক্ষতি হবেনা বলেই অনুমিত হয়। নকলনবিশগণও এদেশের জনগণের অংশ। তাদের কল্যাণ ও জীবন ধারণের জন্য মৌলিক চাহিদা পূরণের প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। সরকার আয় করে জনগণের কল্যাণে ব্যয় করার জন্যই। অতিরিক্ত ১০৪ (একশত চার) কোটি টাকা বিনিয়োগে যদি ১৬ হাজার পরিবারের ভাগ্য বদল হয়, তবে এর চেয়ে বিকল্প জনকল্যাণমূলক পদক্ষেপ সদাশয় সরকারের আর কি হতে পারে???

( কে এম সুজা উদ্দিন)

সাব-রেজিস্ট্রার, ডিমলা, নীলফামারী।

আপনার সামাজিক মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 bikal barta
error: Content is protected !!