মো. রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইল রেল স্টেশনে মঙ্গলবার (২৪ডিসেম্বর) সকাল ৭টায় হুইসেল বাজিয়ে যাত্রীবাহী ট্রেন থামলো । নড়াইলবাসি দেখতে পেল প্রথম যাত্রীবাহি ট্রেন। মুহুর্তের মধ্যেই আনন্দের সাথে কাংখিত ট্রেনে উঠে পড়েন যাত্রীরা। এ উদ্বোধনী যাত্রীবাহি ট্রেনের মাধ্যমে নড়াইলের ওপর দিয়ে ট্রেন চলাচল শুরু হলো। বহু কাংখিত উদ্বোধনী ট্রেন বলে কথা। তাই নানাভাবে সাজানো হয়েছিল ট্রেনটি।
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে যাত্রী নিয়ে নড়াইলের ওপর দিয়ে প্রথম ট্রেনটি যায়। ট্রেনে এলাকার লোকেরা দ্রæততম সময়ে যাতায়াত করতে পেরে বেজায় খুশী। নড়াইলবাসী দীর্ঘদিনের স্বপ্ন ছিলো রেলপথে রাজধানী ঢাকা সহ বিভিন্ন এলাকায় যোগাযোগ স্থাপন। এবার সেই স্বপ্ন প‚রণ হলো। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে রেলপথ ব্যবহারের সুযোগ পেলো নড়াইলবাসী। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকল্পের আওতায় খুলনা-ঢাকা- বেনাপোল-ঢাকা-খুলনা রুটের ট্রেন চললো নড়াইলের বুকের ওপর দিয়ে।এ রুটে জাহানাবাদ এক্সপ্রেস ও রুপালী এক্সপ্রেস নামে একজোড়া ট্রেন চলাচল করবে।
নড়াইল রেল স্টেশন মাস্টার উজ্জ্বল কুমার বিশ্বাস জানান, নড়াইলের মানুষ ট্রেনে মাত্র ২ ঘণ্টা ৩০ মিনিটে ঢাকা যেতে পারবে। ‘রেলের দেয়া সময়স‚চি অনুসারে, জাহানাবাদ এক্সপ্রেস খুলনা থেকে ছাড়বে সকাল ৬ টায়। ট্রেনটির ঢাকায় পৌঁছানোর নির্ধারিত সময় সকাল ৯টা ৪৫ মিনিটে। ঢাকা থেকে আবার ট্রেনটি ছেড়ে যাবে রাত ৮ টায়। অন্যদিকে রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়বে সকাল ১০টা ৪৫ মিনিটে। ফিরতি যাত্রায় যশোর থেকে ট্রেনটি ছাড়বে বেলা ৩টা ৩০ মিনিটে। দিনে দু’বার ঢাকা-খুলনা ও ঢাকা- বেনাপোল পথে চলাচল করবে দু’টি ট্রেন।