প্রতিনিধি আব্দুস সালাম মিন্টু:
ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের নয়নশ্রী রতনপাড়া পাক দরবার শরিফে ৪৮ তম বৈশাখি ফল উ্যসব এবং ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়েছে, গত ১৩ই মে রোজ সোমবার বাদ আছর উক্ত দরবারে চার তরিকার ও ইসলামিক আলোচনার মধ্য দিয়ে ওরশ মাহফিল সুরুহয়!
এশার নামাজের পর বিশ্ববাসীর কল্যানে সকলের উদ্দেশ্যে মোনাজাত এর মাধ্যমে দোয়া করেন উক্ত রতনপাড়া পাক দরবার শরিফের গদিনশিল পিরে কামেল মুর্শিদে মোকাম্মেল হযরত আবু ফজল সুলতান আহম্মেদ রহমাতুল্লাহ আলাইহে শাহ্ চন্দ্রপুরী সাহেব এর খেলাফত প্রাপ্ত হযরত শাহ চুন্নু ফকির!
উক্ত ওরশ মাহফিল এবং বৈশাখি ফল উ্যসব অনুষ্ঠানে আসা সকল আশেকান, জাকেরান, মুরিদান এবং নয়নশ্রী এলাকার গন্য মান্য ব্যাক্তিবর্গরা উক্ত মিলাদ ও দোয়ায় অংশগ্রহণ করেন!
দোয়া শেষে সকলের মাঝে তওবারক বিতরণ করাহয়!