মো. তাজুল ইসলাম, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর আমন্ত্রনে নবীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বুধবার (১৫ নভেম্বর) দুপুর ১২ ঘটিকায় থানার গোলঘরে প্রায় ৬০ জন মুক্তিযোদ্ধা উপস্থিত হন। অফিসার ইনচার্জ মো. মাসুক আলী বীর মুক্তিযোদ্ধাদের খোঁজ খবর নেন এবং তাদের যে কোন প্রয়োজনে অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করলে সংশ্লিষ্ট বিট অফিসার পাঠিয়ে তাদের পাশে দাঁড়াবেন বলিয়া আশ্বস্ত করেন। বীর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে তাদের বীরত্বগাথা স্মৃতি রোমন্ত করেন।
এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে নূর উদ্দিন (বীর প্রতীক), সাবেক এ.এস.পি বীর মুক্তিযোদ্ধা জাহিদ আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা মোর্শেদুজ্জামান রশীদ, বীর মুক্তিযোদ্ধা আফছর উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা বজেন্দ্র চন্দ্র দাস ।
পরে অফিসার ইনচার্জ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে থানার অফিসার ইনচার্জ এর কক্ষে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত চেয়ার উদ্ভোধন করা করেন। বীর মুক্তিযোদ্ধারা থানায় কোন সেবার জন্য আসলে তাদের জন্য উক্ত চেয়ারটি অফিসার ইনচার্জ এর কক্ষে সংরক্ষিত থাকবে। সবশেষে অফিসার ইনচার্জ এর পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের আপ্যায়ন করানো হয়।